মূল আলোচনায় যাওয়ার আগে দুটি উপদেশ দেই বিশেষ করে
নতুনদের জন্য। ধারাবাহিকভাবে বিডি ফরেক্স প্রফেশনাল এর টিউন গুলো শেষ করুন কারন আমি
টিউন গুলো এমন ভাবে করব যাতে করে আপনি শেখার ক্ষেত্রে মিসগাইড না হোন অর্থাৎ কোন বিষয় গুলোর পর কোন
বিষয় গুলো জানতে হবে,
সেটি মাথায় রেখেয় আমি টিউন সাজাবো। পাশাপাশি ভিবিন্ন রকম ফরেক্স
রিসোর্স সাইট ভিজিট করার অভ্যাস গড়ে তুলুন। কারন যত বেশি রিসোর্স আপনি টাচ রাখবেন
তত ভালো ট্রেডার রুপে গড়ে উঠবেন। তাড়াহুড়ো করার কোন দরকার নাই, আস্তে আস্তে প্রসিড হোন, একটু সময় নিয়েই এগুতে
থাকুন আপনি অবশ্যই ভালো করবেন, কারন তাড়াহুড়ো কিংবা অতি
মাত্রার উৎসাহ
আপনার খতির মূল কারন হতে পারে। তাই বারবারই একটা কথার উপর বেশি বেশি নজর দিচ্ছি, তা হল প্রথমে শিখুন,
শিখুন এবং শিখুন ! আর প্রশ্ন করতে চাইলে
কিংবা যদি ট্রেডারদের সাথে আপনার কোন সমস্যা বিষয়ক আলোচনা করে সমাধান নিতে চান
তাহলে আপনার আলোচনা শুরু করুন।
যারা প্রথম পর্বটি পড়েননি তারা চাইলে প্রথম পর্ব পড়ে
ধারাবাহিকতা রাখতে পারেন।
ফরেক্স মার্কেটের মূল
অংশগ্রহনকারিঃ
প্রযুক্তিগত উন্নয়ন এবং লেনদেনের সহজলব্ধতার কারনে
বিভিন্ন আর্থিক/অ-আর্থিক প্রতিষ্ঠান সহ বৈদেশিক মুদ্রার বাজারের প্রধান
অংশগ্রহণকারীরা হল: ব্যাংক,
কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক
প্রতিষ্ঠান, ব্যক্তিগত বিনিয়োগকারীরা ও ব্যবসায়ী। এবং ব্রোকার প্রতিষ্ঠান
নানা রকম সুবিধা প্রধান এর মাধ্যমে বেপকভাবে লাভবান।
মার্কেট ভলিউম অনুসারে
বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকঃ
সবচেয়ে গুরুত্বপূর্ণ
কেন্দ্রীয় যে সব ব্যাংকের ফরেক্স সম্পৃক্ততাঃ
1. The Federal Reserve (US central bank)
2. The Bank of Japan
3. The Bank of England
4. The Bank of Canada
5. The Swiss National Bank
6. The European Central Bank
7. The Reserve Bank of Australia
ব্রোকার টাইপঃ
ব্রোকার কোম্পানিদের মূল উদ্দেশ্য হল ক্রেতা এবং
বিক্রেতার সন্নিবেশনে স্প্রেড এর মাধ্যমে কমিশন আয় করা।
ফরেক্সে ২ প্রকার ব্রোকার বিদ্যমানঃ
·
১। ডিলিং ডেস্ক ব্রোকার (Market Maker Broker)
·
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার (NDD Broker)
ডিলিং ডেস্ক (Market Maker) ব্রোকারঃ
এই প্রকার ব্রোকার Route তথা একটি Way’র মাধ্যমে আপনার ট্রেডটি ওপেন করে, এবং তাদের
স্প্রেড সিস্টেম সাধারণভাবে ফিক্সড করা থাকে। ডিলিং ডেস্ক ব্রোকার মূলত স্প্রেডের
মাধ্যমে ইনকাম করে এবং ট্রেডারদের প্রত্যেকটি ট্রেড ওপেন এর বিপরীতে নিজেরা আরেকটি
ট্রেড ওপেন করে থাকে। এই ব্রোকারকে Market Maker Broker ও
বলা হয়ে থাকে কারন তারা ‘মার্কেট মেইক’ করে অর্থাৎ যদি কোন ট্রেডার কোন
কারেন্সি বায় অর্ডার করে তখন ব্রোকার ঐ কারেন্সির আরেকটি সেল (বিপরীত) অর্ডার করে
এবং ট্রেডার যখন সেল অর্ডার করে তখন ব্রোকার তার বিপরীত বা বায় অর্ডারটি করে। এই
নিয়মে ট্রেডাররা প্রতিনিয়ত একটা প্রাইস চেঞ্জ এর মধ্যে থাকে বা ট্রেডাররা বেশিরভাগ
সময়ে রিয়েল কৌওটে অর্ডার করতে পারে না। তাই অর্ডার এর ক্ষেত্রে অনেক হয়ত লক্ষ্য
করেছেন যে Re-Quote
কথাটি আসে। মূলত এরা হল রিটেইল ব্রোকার আর এই সকল ব্রোকার
আমাদেরকে কম ইনভেস্টমেন্টে ট্রেড করার সুবিধা দিচ্ছে বলে ওরাও বিনিময়ে কিছু নিয়ে
যাচ্ছে। তবে এইসব ব্রোকাররা সব সময় চেষ্টা করে ট্রেডারদের রিয়েল কৌওটে অর্ডার মেইক
করে দিতে। এই নিয়মে অর্থাৎ Hedge এর মাধ্যমে ট্রেডার
এবং ব্রোকার উভয় সুবিধা লাভ করে থাকে।
চিত্রটি দেখুন আশা করছি বিষয়টা আরো পরিস্কার হয়ে
যাবে......
নো-ডিলিং ডেস্ক (NDD) ব্রোকারঃ
এটা সাধারণ নিয়ম যেখানে ব্রোকাররা ট্রেডার এর ট্রেড এর
বিপরীতে কোন ট্রেড ওপেন করে না শুধুমাত্র ওপেনকৃত ট্রেড থেকে কমিশন লাভ করে থাকে।
তাই এইসকল ব্রোকারের ট্রেড অর্ডারে অতিরিক্ত কোন সময় লাগে না এবং Re-Quote করতে হয় না
ট্রেডার রিয়েল কৌওটে অর্ডার মেইক করতে পারে। অনেকের মনে এখন প্রশ্ন জাগছে তাহলে
আমরা NDD ব্রোকারে কেন ট্রেড করি না। আসলে NDD ব্রোকারগুলোর ট্রেডিং ইনভেস্টমেন্ট মোটামুটি হাই থাকে যার কারনে আমাদের
মত লো-ইনভেস্টমেন্ট যাদের তারা ডিলিং ডেস্ক ব্রোকার ছাড়া কিছু চিন্তা করি না। তবে
বিষয়টাতে খুব চিন্তার কিছু নাই কারন আপনি ভালো ট্রেডার হয়ে গেলে এই সব পার্থক্য
আপনাকে খুব একটা ভাবাবে না।
নো-ডিলিং ডেস্ক ব্রোকারের মধ্যে আবার ২ ধরণের ব্রোকার
আছেঃ
·
১। Electronic
Communications Network(ECN)
·
২। Straight
Through Processing (STP)
ECN: নো-ডিলিং ডেস্ক ব্রোকারের
একটি টাইপ হল ECN
ব্রোকার। আসলে ট্রেডিং মেকানিসম এর পার্থক্যর কারনে এইসব
ব্রোকারের সৃষ্টি, এই প্রকার ব্রোকার অর্ডার মেইক করে
ডিরেক্টলি ক্লায়েন্ট টু ক্লায়েন্ট রিস্পন্স কনসেপ্টে।
STP: আর এই প্রকার ব্রোকার
অর্ডার মেইক করে ইন্টারব্যাংক প্রাইস আক্সিস্টিং লেভেলের মাধ্যমে সরাসরি ক্লায়েন্ট
টু ব্যাংক তথা লিকুডিটি প্রোভাইডারদের মাধ্যমে।
ফরেক্স ট্রেডিং টা আমার কাছে কখনোই ততটা গুরুত্বপূর্ণ ছিল না। কারণ, প্রায় ৫/৬ মাস দীর্ঘ চেষ্টা করেও আমি এই মার্কেট থেকে লাভ করতে পারি নাই। কিন্তু, চলতি বছরের শুরুতে যখন OctaFX এর সাথে যোগ দিলাম, তখন থেকেই কেন যেন ট্রেডিং টাকে ভালবাসতে শুরু করে দিসি। এখন এই মার্কেট থেকেই প্রতিদিন আমি অনন্তত ৫০ ডলার বেশ ভালোভাবেই আয় করছি এবং পরিবারকেও চালাচ্ছি বেশ ভালভাবেই। আশা করি একদিন আমিও ফরেক্সে সফল হতে পারবো। আর OctaFX ব্রোকারের ফি বোনাস দিয়ে ট্রেড শুরু, আমি কখনোই ভুলবো না।
উত্তরমুছুনফরেক্স ট্রেডিংয়ের আসলেই শিখার কোন শেষ নাই। এই মার্কেট প্রতিনিয়তই বড় হচ্ছে এবং এখানে শিখার পরিধিও বাড়ছে। আমি যখন OctaFX ব্রোকারের সাথে ট্রেড শুরু করি তখন মাত্র ৩০ বা ৪০ হাজার মানুষ এই ব্রোকারের সাথে ট্রেড করতো। এখন ২.৫ লাখের বেশি মানুষ এখানে ট্রেড করে এবং ১০০টিরও বেশি দেশে এই ব্রোকারের বিজনেস আছে। আমি সত্যিই অবাক হই, এই মার্কেট কতটা বড় সেটা চিন্তা করে। তবুও আশা আছি, একদিন সফল একজন ফরেক্স ট্রেডার হতে পারবো।
উত্তরমুছুনThese might not be huge thing but when we look ultimately in Forex, it’s just this minor thing that makes up the whole stuff so that’s why it’s very important that we take notice and understand them well. I am very fortunate to have this kind of a site and also with the broker as OctaFX is perfect to practice since their demo account is exactly like real account due to the high speed that is allotted to them and we can even practice scalping which is impossible with other brokers.
উত্তরমুছুন